নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় যুবদলের বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
উপ-নির্বাচনের ফল বাতিল এবং যুবদলের সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে পৃথক ৩টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে মহানগর যুবদলের ব্যানারে নগরীর সদর রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। একই দাবিতে সদর রোডে উত্তর জেলা যুবদলের ব্যানারে আরো একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টাউন হলের সামনে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। এসময় বক্তারা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
যুবদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। জেলা বিএনপির কার্যালয় থেকে বের করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে জেলা যুবদলের নেতাকর্মীরা।
কুড়িগ্রামে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দুপুরে শহরের সাদ্দির মোড় থেকে এ মিছিল শুরু হয়ে জিয়াবাজার এ এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা এ সময় বলেন, মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের হয়রানী করছে সরকার।
এদিকে, চুয়াডাঙ্গা বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।