বেনাপোল সীমান্তে ১ হাজার ৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারী গ্রেফতার

- আপডেট সময় : ০৭:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
বেনাপোল সীমান্তে ১ হাজার ৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারী ও নওগাঁয় ১১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে থেকে ১ হাজার ৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সকালে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই মাদকের চালানটি আটক করে বিজিবি। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মিজানুর রহমান, জাহিদুল ইসলাম,বড় আচড়া গ্রামের মোহন আলী ও শিকড়ী গ্রামের মিজানুর রহমান। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সাদিপুর গ্রামের গলাচিপা বিজিবি পোষ্টের বাংলাদেশের ৩শ’ গজ অভ্যন্তরে পাচারের সময় তাদের ফেনন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
এদিকে, নওগাঁ সীমান্তে উদ্ধার হওয়া কষ্টি পাথরের ১১টি মূর্তি প্রত্নতত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে ১৬ বিজিবি। বিকেলে সীমান্ত পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠানিকভাবে এসব মূর্তি হস্তান্তর করা হয়। যেগুলোর আর্থিক মূল্য ২ কোটি ৬ লক্ষ ৫৯ হাজার টাকা।এ সময় বিজিবির পক্ষে রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে এসব মূর্তি বুঝিয়ে দেন।