করিমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ডাকাত আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওমর ফারুক ওরফে কানা ফারুক নামে এক ডাকাতকে আটক করেছে র্যাব ।
শনিবার রাতে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল মানিকজুড়ি বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি পাইপগান, চার রাউন্ড কার্তূজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়। আটক ফারুক জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের শিমুলতলী গ্রামের মৃত তাহের আলীর ছেলে। রেব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান জানান, আটককৃত ফারুক হাওড়ে চাঁদাবাজি, দস্যুতা, জেলেদের মাছ লুটসহ গরু চুরির সাথে জড়িত ছিল।