স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য স্বাস্থ্যকর্মীদের করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রান্তিক মানুষদের আন্তরিকতার সাথে সেবা দিতে হবে।
দুপুরে জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুর গ্রামে ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন ও মোজাম্মেল হোসেন মুকুলসহ আরো অনেকে।