সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশ নেন। তাদের দাবী সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ সময় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান তারা। পাশাপাশি তার পরিবারের দায়ভার নিতে সরকারের প্রতি আহ্ববান জানান শিক্ষার্থীরা। নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।