রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় ৪৩৪ জনকে আসামি করে বিভিন্ন থানায় ৯টি মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় ৪৩৪ জনকে আসামি করে বিভিন্ন থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।
মতিঝিল, পল্টন, শাহবাগে ২টি করে মামলা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ২০ জন গ্রেফতার হয়েছেন। অজ্ঞাত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কোন একটা গ্রুপ সংঘবদ্ধভাবে আতংক ছড়াতে এ কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের অনেকের রাজনৈতিক পরিচয় আছে। নির্বাচনকেন্দ্রিক সহিংসতা কিনা তা তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় বাসে আগুন দেয়া হয়।