ডিবিসি নিউজ ও বাংলাদেশ রয়টার্সের সাংবাদিককে লাঞ্ছিত ঘটনায় তদন্ত কমিটি গঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মেহেরপুরে ডিবিসি নিউজ ও বাংলাদেশ রয়টার্সের সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভার পর এ কমিটির দায়িত্ব দেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। জেলা প্রশাসক জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমারকে দায়িত্ব দেয়া হয়েছে। এসময় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, উপদেষ্টা তুহিন অরণ্য, সম্পাদক আলামিন হোসেনসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।