দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে

- আপডেট সময় : ০১:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সন্ধ্যা ৬টায় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়।
সংসদ কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিসহ এই অধিবেশন করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়। এজন্য নতুন সাজে সাজানো হয়েছে পুরো সংসদ ভবন এলাকা। সংসদ সচিবালয় জানায়, রোববার সংসদ অধিবেশন বসলেও মুজিববর্ষের বিশেষ কার্যক্রম আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে। করোনা পরিস্থিতির কারণে বিদেশি অতিথিরা না থাকলেও এই অধিবেশনকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে, মৃত্যুদণ্ড যুক্ত করে নারী নির্যাতন দমন বিল সংসদে উত্থাপন করা হয়েছে।