সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুর, ফরিদপুর এবং মৌলভীবাজার জেলা পরিষদের নতুন নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সকালে সচিবালয়ে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। শপথ নেয়া মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মুনির চৌধুরী ও ফরিদপুরের আওয়ামী লীগ নেতা শামসুল হক ৪ অক্টোবর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আর মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ৯৪৪ ভোটের মধ্যে ৬৭৩ ভোট পেয়ে উপ-নির্বাচনে বিজয়ী হন।




















