ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি’র ৫০তম বর্ষপূর্তি উদযাপিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
যশোর, মানিকগঞ্জ ও ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি’র ৫০তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে যশোরে শোভাযাত্রা হয়েছে। সকালে যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
মানিকগঞ্জে সকালে রেলী, আলোচনা সভা, ও বৃক্ষ রোপন করা হয়েছে। মানিকগঞ্জ আইডিইবির আয়োজনে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি রেলি বের হয়। পরে এনপিআই কার্যালয়ে বৃক্ষবিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে রেলী, আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।