ফ্রান্সে মহানবী (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজও মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজও গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও সতক্ষীরায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ করায় গাইবান্ধার কামারজানী,মালীবাড়ী ও গিদারী ইউনিয়নের সর্বস্তরের মুসল্লীর পক্ষ থেকে কামারজানী বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে দুপুরে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা ফ্রান্সের তৈরি সকল পণ্য বর্জনের আহবান জানান।
একই দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে স্থানীয় শহীদ হাসান চত্বরে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্ততারা এ ন্যাকারজনক ঘটনার নিন্দা ও ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
এদিকে, সাতক্ষীরার কালিগঞ্জেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা সামাদ স্মৃতি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় পরে, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের মাধ্যমে ফ্রান্সের পণ্য বয়কটের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করেন।