আইস নামের নতুন মাদকদ্রব্যসহ ৬ জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
মালয়েশিয়া হতে আমদানি করা ”আইস” নামের নতুন মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এসময় ১০ গ্রাম ওজনের ৬০ লাখ টাকার আইস মাদক উদ্ধার করা হয়েছে।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান তিনি। রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে চন্দন রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতারের পর- তার দেয়া তথ্যমতে বসুন্ধরা গুলশান-বনানী থেকে আরো ৫ জনকে গ্রেপ্তার করার হয়েছে। এসময় তিনি বলেন, রাজধানীর অভিজাত এলাকার উচ্চবিত্ত পরিবারের সদস্যরা বিভিন্ন পার্টিতে এ মাদক ব্যবহার করছে । ঢাকায় ইয়াবা থেকে পঞ্চাশ গুণ বেশী ক্ষতিকর এই মাদক ছড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। নতুন এই মাদককে ঘিরে গুলশান বনানী এলাকায় মার্কেট গড়ে তোলার চেষ্টাও করছে মাদক কারবারিরা।