গাইবান্ধায় সন্ধ্যা নামলেই চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

- আপডেট সময় : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সন্ধ্যা নামলেই সড়ক-মহাসড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইট ব্যবহার করায় সমস্যায় পড়ছেন পথচারীসহ সাধারন মানুষ। এর আলোর তীব্রতায় বিপরীত দিক থেকে কিছুই দেখা যায়না। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা।
গাইবান্ধা শহর ও বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে যানবাহনে এলইডি লাইটের ব্যবহার। এর তীব্র আলো চোখে পড়ায় সাধারণ মানুষের পথ চলতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এটি দ্রুত অপসারনের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
রাতে শহরের ব্যস্ততম সড়কে অটোরিকশা, ইজিবাইক, নসিমন, করিমন, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার দেখা যায়।এই লাইটের ব্যবহার বন্ধে অভিযান চলছে বলে জানায়, পুলিশ সুপার।
এলইডি লাইটের ক্ষতিকর দিক ও চালকদের সতর্ক করতে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কর্মসূচি চলছে বলেও জানান তিনি।