ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত জামালপুরের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবিতে স্মারকলিপি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
 - / ১৫৮৩ বার পড়া হয়েছে
 
ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত জামালপুরের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবিতে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধারা।
সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভারতীয় সেনাবাহিনীর অধীনে অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি জানান মুক্তিযোদ্ধারা। বিভিন্ন সময় যাচাই-বাছাইয়ের নামে যেসব ভূয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করা হয়েছে—তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও রেহান আলীসহ অন্যরা।
																			
																		














