মা ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
 - / ১৫৮১ বার পড়া হয়েছে
 
মা ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। ২২ দিন পর কাল থেকে নদীতে নামবে জেলেরা।
তাই নতুন উদ্যমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা মেরামত আর জাল বোনায় ব্যস্ত সময় কাটছে তাদের। এদিকে, মা ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় ইলিশ আহরণের লক্ষমাত্রা অর্জনে আশাবাদী মৎস্য কর্মকর্তারা। ১৪ অক্টোবর থেকে পদ্মা ও মেঘনা নদীতে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার নদীতে মাছ ধরা থেকে বিরত ছিলেন জেলার প্রায় ৫২ হাজার জেলে।
																			
																		













