রায়হান হত্যা মামলায় পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
 - / ১৬৫৫ বার পড়া হয়েছে
 
সিলেটের রায়হান হত্যা মামলায় পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেকুজ্জামান জানিয়েছেন, রায়হান হত্যা মামলায় আগের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় মামলার তদন্তের স্বার্থে আওলাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মুহিদুল ইসলাম সুস্থ হওয়ার পর পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১০ অক্টোবর রাতে সোর্সের তথ্যের ভিত্তিতে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। ফাঁড়িতে আনার পর নির্যাতন চালানো হয় রায়হানের উপর। নির্যাতনে অসুস্থ হয়ে ১১ অক্টোবর ভোরে তিনি মারা যান। এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। মামলাটির তদন্ত করছে পিবিআই।
																			
																		














