মাস্ক ছাড়া বাইরে চলাচলেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
করোনার বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে মাস্ক ছাড়া কোন সার্ভিস, এমনকি বাইরে চলাচলেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিদেশী কেউ বাংলাদেশে এলেও তাদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে স্বাস্থ্য বিষয়ক আন্তমন্ত্রণালয় সভাশেষে মন্ত্রী সাংবাদিকদের এসব জানান। এসময় করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির কাছ থেকে লিখিত সুপারিশ চাওয়া হয়। তবে ভ্যাকসিন আনার অগ্রগতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের হঠাৎ বদলির ব্যাপারে তিনি কোন প্রশ্নের উত্তর দেননি। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।