সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৬৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালিগঞ্জের আরিফুল ইসলামের সঙ্গে তার সৎ ভাই নুরুল মোড়ল ও ভরুরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার ওই জমি নিয়ে জরিপ হয়। জরিপের সময় বাবু মোল্লা তার শ্যালক আরিফুলের পক্ষ নেয়। এসময় দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পর আরিফুলের ভগ্নিপতি বাবুকে নিয়ে নুরুল মোড়ল বিষ্ণুপুর বাজারে যায়। সকালে প্রতিবেশি আবু সামাদ ও আব্দুল গফফার বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ট্রিপল নাইনে ফোন দিলে উপ-পরিদর্শক জিয়ারত আলী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।