কলংকিত জেল হত্যা দিবস আজ

- আপডেট সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কলংকিত জেল হত্যা দিবস আজ। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে এই দিনে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী আর এ এইচ এম কামরুজ্জামানকে। নানা কর্মসূচিতে আজ দিনটি পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
কেন্দ্রীয় কারাগারে সে বর্বরতার চিহ্ন এতদিন পরেও মনে করিয়ে দেয়, তখনকার রাষ্ট্রীয় মদদেই ঘটেছিল এ নারকীয় হত্যাযজ্ঞ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করে , দেশকে পিছিয়ে দেয়ার এই ষড়যন্ত্র যুক্ত ছিল বঙ্গবন্ধুর খুনি মোস্তাক সরকার ও কিছু সেনা সদস্য। সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদাক ওবায়দুল কাদের বলেছেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য এখোনো উন্মোচন করা যায়নি। এর পরে যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগসহ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে তারা সবাই মিলে শ্রদ্ধা জানান বনানিতে চার নেতার সমাধিতে।