মা ইলিশ ধরায় মাদারীপুর ৫৩ ও মানিকগঞ্জে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে জরিমানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আইন অমান্য করে মা ইলিশ ধরায় মাদারীপুর ৫৩ ও মানিকগঞ্জে ১৫ জলকে বিভিন্ন মেয়াদে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত
মা ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর অংশের পদ্মা নদীতে সাড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন জেলেকে আটক করেছে বিভিন্ন মেয়াদে সাজা, দেড় লাখ মিটার জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
এদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জেলেকে এক লাখ ৮৫ হাজার কারেন্ট জাল, ৫ কেজি ইলিশ মাছসহ আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।