লালমনিরহাটের নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের সামাজিক অবক্ষয় ভয়াবহ পর্যায়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৭৬২ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, লালমনিরহাটে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের সামাজিক অবক্ষয় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে।
সোমবার সকালে দলের বনানী রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দেশে জবাবদিহিতা ও আইনের শাসন না থাকায় গুম, খুন, ধর্ষণ ও ধর্মীয় অসহিষ্ণুতার মত ঘটনা ঘটছে।























