ফেসবুকের কমেন্টসকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দুইজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ফেসবুকের কমেন্টসকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দুইজন আটক এবং এক এক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কোরবানপুর গ্রামের শিক্ষক শংকর দেবনাথ এবং আন্দিকুট গ্রামের অনিক ভৌমিক নামের দুই ব্যক্তি তাদের ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা:) নিয়ে ফ্রান্সে প্রদর্শিত ব্যঙ্গচিত্রকে সমর্থন করে কমেন্ট করেন। বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার বিকেলে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এদিকে, রোববার ফেসবুকে ধর্ম অবমাননার গুজবে পূর্বধইর পশ্চিম ইউপির চেয়ারম্যান বন কুমার শিবসহ ওই গ্রামের সনাতন ধর্মালম্বী একাধিক বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
















