পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত

- আপডেট সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোবারক হোসেন দুলাল নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এদিকে, ঈশ্বরদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গেলোরাতে আটঘরিয়া যাবার কথা বলে তিনজন ছিনতাইকারী চাটমোহর থেকে অটোভ্যান ভাড়া করে। পথে ভরতপুর উত্তরপাড়া গ্রামে পৌঁছে তারা চালক মোবারক হোসেন দুলালকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আহত অটোভ্যান চালকের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। তাকে উদ্ধারের সময় ছিনতাইকারী নাসিরকে আটক করে তারা। আহত অটোভ্যান চালক মোবারক হোসেন দুলালকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামে স্বামী জাহিদ হাসানের মানিব্যাগে প্রেমিকার ছবি রাখার প্রতিবাদ করায় স্ত্রী ঐশি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।