টানা সাত মাস বন্ধ থাকার পর আজ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবনের দ্বার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
টানা সাত মাস বন্ধ থাকার পর আজ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবনের দ্বার।
বন বিভাগের ৫টি শর্ত মেনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার কারণে গত ১৯শে মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। ৭ মাস পর খুলছে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্ট। তবে, পর্যটকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। দীর্ঘদিন পর সুন্দরবনে ঘোরার অনুমতি পাওয়ায় পর্যটকদের পাশাপাশি খুশি পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এমএ হাসান জানান, সকাল থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে।