গ্রহণযোগ্য সংবাদের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরো মজবুত হবেঃ স্পিকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে জনগণের আস্থা অর্জন করতে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি বলেন, গ্রহণযোগ্য সংবাদের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরো মজবুত হবে।
বিকেলে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় স্পীকার বলেন, সংবাদ মাধ্যমে যে পরিমাণ তথ্য আসে তা সমাজকে প্রভাবিত করে। এর জন্য রিপোর্টারদের তথ্য সরবরাহের অবাধ সুযোগ দিতে হবে। যাতে করে কোনো ভূয়া বা ফেইক নিউজ প্রকাশ না পায়। এসময় সাংবাদিকদের সাংবাদিকতার বেসিক নিয়মগুলো পালনের আহবানও জানান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। পরে ১৪ টি বিষয়ে উপর ১৫ জন রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



















