খুলনায় স্ত্রীসহ আটক বনদস্যু রোস্তম গাজী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
খুলনায় বনদস্যু রোস্তম গাজী ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ৩টি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
দুপুরে পাইকগাছা উপজেলার মাহমুদকাঠি উত্তর সলুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, রোস্তম গাজী বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়েই অভিযান চালানো হয়। এসময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃত রোস্তম গাজী দীর্ঘদিন ধরে নিজের নামে বাহিনী বানিয়ে সুন্দরবনে ডাকাতিসহ দস্যুতা করছিল। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় ৩টি মামলা রয়েছে।
















