বেগমগঞ্জের ঘটনায় এজাহারভুক্ত চার নম্বর আসামী ইসরাফিল ৪ দিনের রিমান্ডে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে নির্যাতনের ঘটনায় এজাহারভুক্ত চার নম্বর আসামী- ইসরাফিলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে, একই মামলার আরেক আসামী দেলোয়ারকে নোয়াখালীর শরীফপুরে হাসান হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
সকালে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩নং আমলি আদালতে বেগমগঞ্জের এখলাসপুরের আলোচিত নারী নির্যাতন মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামী ইসরাফিলকে ৭ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পিবিআই। শুনানিশেষে বিচারক মাসফিকুল হক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে বেগমগঞ্জের একই মামলার অপর আসামী দেলোয়ারকে শরীফপুরের হাসান হত্যায় আরেকটি মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদ। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।