এমপি হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের রিমান্ড শুনানি আজ

- আপডেট সময় : ০১:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
নৌবাহিনী কর্মকর্তাকে হত্যার চেষ্টা মামলায় এমপি হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের রিমান্ড শুনানি আজ। নিয়ম মেনে সকালেই সিএমএম আদালতে ইরফান ছাড়াও তার দেহরক্ষী জাহিদকে হাজির করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে রিমান্ড আবেদনের শুনানিতে হাজির করতেই ঢাকার মহানগর হাকিম আদালতে আনা হয় ইরফানকে। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ইরফান ও তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকালই আদালতে আবেদন করে পুলিশ। একই মামলার আরেক আসামী দীপুকে গ্রেফতারের পর তিনদিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন ইরফানের গাড়ির চালক মিজানকে একদিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ। এর আগে, ২৭ অক্টোবর নৌবাহিনী কর্মকর্তাকে মারধর, বিদেশি পিস্তল রাখা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে ইরফানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান সিগনালে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন কাউন্সিলর ইরফান সেলিম। এ ঘটনায় সে রাতেই মামলা করে পরে সোমবার পুরান ঢাকায় তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, বিদেশি মদও অস্ত্র উদ্ধার করে র্যা ব। ইরফানকে ১৮ মাস ও তার দেহরক্ষী মো. জাহিদকে ছয় মাস কারাদণ্ড দেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।