রংপুরের স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই নারীকে আদালতে তোলা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রংপুরের হারাগাছে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই নারীকে আদালতে নেয়া হয়েছে। একই মামলায় আরো দু’জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত প্রধান আসামী রাহেনুল এখনও পুলিশ হেফাজতেই আছে।
সকালে মেঘলা ও সুরভিকে আদালতে নেয় পিবিআই। এদিকে, গণধর্ষণে সম্পৃক্ততার অভিযোগে ভোরে আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন নামে দুই ব্যক্তিকে লালমনিরহাট থেকে আটক করা হয়। তবে মামলার অন্যতম প্রধান আসামী- ডিবি পুলিশ কর্মকর্তা এএসআই রাহেনুলকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। পিবিআই’র পুলিশ সুপার জাকির হোসেন জানান, তদন্ত প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি জানান, আটক কালাম ও বাবুলকে নির্যাতিতার মুখোমুখি করলে সে তাদের সনাক্ত করেছে। এদিকে, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।