আইপিএলে জয়রথ অব্যাহত কিংস ইলেভেন পাঞ্জাবের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আইপিএলে জয়রথ অব্যাহত কিংস ইলেভেন পাঞ্জাবের। এবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে লুকেশ রাহুলের দল। ৮ উইকেটের জয়ে কলকাতাকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো পাঞ্জাব।
মরগানদের দেয়া ১৫০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় কিংস ইলেভেন। ব্যক্তিগত ২৮ রানে অধিনায়ক লুকেশ রাহুল ফিরলেও, মানদ্বীপ সিং ও ক্রিস গেইলের অর্ধশকতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ৫১ রানে আউট হন গেইল। তবে, ৬৬ রানে অপরাজিত ছিলেন মানদ্বীপ সিং। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৫৭ রান করেন সুবমান গিল। এছাড়া অধিনায়ক মরগানের অবদান ৪০ রান। তিন উইকেট নেন মোহাম্মদ সামি। এদিকে, আজ একমাত্র ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।















