নিহত ব্লগার বাবুর হত্যা মামলার চার্জগঠনের ভুল থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনে রায় মুলতবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
নিহত ব্লগার ওয়াশিকুর রহমান বাবুর হত্যা মামলার চার্জগঠনের ভুল থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনে রায় মুলতবি।আবারো অভিযোগ গঠনের শুনানি দেয়া হয়েছে ৪ঠা নভেম্বর।
পাঁচ বছর আগে রাজধানীর তেজগাঁওয়ে জঙ্গিদের চাপাতির আঘাতে নিহত হন তিনি। আসামি তিন জঙ্গি কারাগারে আর দুইজন পলাতক। ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে পাঁচ বছর আগে ৩০শে মার্চ তেজগাঁওয়ের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন বাবু। এসময় ঘটনাস্থল থেকে জনতার সহায়তায় চাপাতিসহ জিকরুল্লাহ ও আরিফুল নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে পুলিশ।















