আজ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ২০০৪ বার পড়া হয়েছে
আজ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয়, বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় নানা কর্মসূচি নিয়েছে বিএনপি’র এই অঙ্গসংগঠনটি। নাটোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পতাকা উত্তোলন, রেলী বের হয় সকালে।
দেশে সুশাসন প্রতিষ্ঠায় দলের যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নাটোর যুবদলের স্থানীয় নেতারা।
কর্মসূচির শুরুতে সকালে শহরের আলাইপুর হাফ রাস্তায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমের নেতৃত্বে দলের নেতা-কর্মী ও সমর্থকরা রেলী বের করে। রেলীটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।