মত প্রকাশের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত বন্ধে ফ্রান্স সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর বিকৃত কার্টুন প্রদর্শনী বিশ্বের ২শ’ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন মন্তব্য করে, মত প্রকাশের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত বন্ধে ফ্রান্স সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আল্-হাসানী।
ফ্রান্স সরকার কর্তৃক সেদেশের রাষ্ট্রীয় ভবনে মহানবী সা:-এর বিকৃত কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট আরো বলেন, কোন ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। এটি ঘৃণ্য কাজ। এ ধরনের কাজে বিরত না থাকলে ফ্রান্সের সাথে মুসলিম বিশ্বকে সম্পর্ক ছিন্নের আহ্বান জানান তিনি।



















