কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নড়াইলে কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।
নিহত অরুণ কুমার রায়ের স্ত্রী বাদী হয়ে গতরাতে মামলাটি করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। গত ২৩ অক্টোবর দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষকের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য কেয়ারকেটার, বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দু দাস এবং স্থানীয় এক ভ্যানচালক ও নিহতের আত্মীয় রনজিতকে আটক করে পুলিশ।























