আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা
- আপডেট সময় : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বিজয়া দশমীর পূজার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
পঞ্জিকা মতে, রোববার বেলা ১১টা ১৩ মিনিটে শুরু হয়েছে দশমী তিথি। আজ বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত তা স্থায়ী থাকে। এর মধ্যেই দশমী বিহিত পূজা শেষ করেছেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন দেয়া হয়।
উপবাস থেকে দেবীকে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। মহামারী করোনার কারণে এবারের দুর্গাপূজা আয়োজন ছিল অনেক সীমিত। এবার মন্দিরে আলোকসজ্জা, সাংস্কৃতিক উৎসব, আরতি ও প্রসাদ বিতরণও করা হবে না। এ ছাড়া দশমীর দিনে বিজয়ার শোভাযাত্রাও এবার হবে না। প্রত্যেকটি পূজামণ্ডপ আলাদাভাবে প্রতিমা বিসর্জন দেবে। নগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে হবে প্রতিমা বিসর্জন। দোলায় চড়ে দেবী পৃথিবীতে আসায়, দেখা দেবে মড়ক। তবে, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী যাবেন গজে চড়ে, ফলে মহামারী কাটিয়ে পৃথিবীতে জলের সমতা বজায় থাকবে। শস্য ফলন হবে ভালো। এ বছর বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।




















