এবারের দুর্গোৎসবে কেবল পূজা-অর্চনাই চলছে– কোন উৎসব নয়: খাদ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে শারদীয় দূর্গোৎসব। তবে এবারের দুর্গোৎসবে কেবল পূজা-অর্চনাই চলছে– কোন উৎসব নয়। এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারী দূর্গা মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ জীবন দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পূজা আর্চনা করা হচ্ছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য বলেও বক্তব্য করেন খাদ্যমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা প্রমুখ।