রায়হান হত্যার বিচার দাবিতে ডাকা অনশন ভেঙ্গেছেন তার মা ও স্বজনরা

- আপডেট সময় : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে ডাকা অনশন ভেঙ্গেছেন তার মা ও স্বজনরা। অনশন ভাঙাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যান সিটি মেয়র আরিফুল হক ও কাউন্সিলররা। এসময় মেয়র অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
সকাল সাড়ে ১১টার দিকে অনশন শুরু করেন তারা। একাত্মতা ঘোষণা করে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এলাকার সর্বস্তরের নারী পুরুষ। তবে এ সময়ে তারা বন্দর বাজার সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এদিকে ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো লাপাত্তা মূল অভিযুক্ত বহিষ্কৃত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া। এদিকে, কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। ৫ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে মহানগর হাকিম ১-এর বিচারক মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে এবং গতকাল কনস্টেবল হারুনকে গ্রেফতার করা হয়।