সীমানা সংক্রান্ত মামলার অজুহাতে দীর্ঘদিন ধরে আটকে আছে ঝিকরগাছা পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সীমানা সংক্রান্ত মামলার অজুহাতে দীর্ঘদিন ধরে আটকে আছে যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচন।দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে মেয়রের নিদের্শে এই মামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। উন্নয়ন ও নাগরিক সেবা থেকে বঞ্চিত এবং ভোট দিতে না পারায় ক্ষোভ জানিয়েছে পৌরবাসী।
১৯৯৮ সালে ঝিকরগাছাকে পৌরসভা ঘোষণা করা হয়। ২০০১ সালে প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল।ওটিই প্রথম এবং শেষ নির্বাচন।
২০০৬ এর প্রথম দিকে পৌরসভার সীমানা বাড়ালে যোগ হয় কয়েকটি ইউনিয়নের অংশবিশেষ। কিন্তু, এর বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি তিন গ্রামের তিন জন হাইকোর্টে রিট করেন। এতে আটকে যায় নির্বাচন।তবে, মেয়রের নিদের্শেই মামলা করেন বলে জানান, তারা।
১৯ বছর ধরে উন্নয়ন ও নাগরিক সেবা থেকে বঞ্চিত এবং ভোট দিতে না পারায় ক্ষোভ জানায়, এলাকাবাসী। নির্বাচন চেয়ে ইসিকে চিঠি দিয়েছেন বলে জানান, মেয়র। নির্বাচন আরও দেরি হলে, পৌর প্রশাসক নিয়োগ চায় পৌরবাসী।















