সিলেটের রায়হান হত্যা মামলায় হারুন অর রশিদ নামে আরো এক পুলিশ সদস্যকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
সিলেটের রায়হান হত্যা মামলায় হারুন অর রশিদ নামে আরো এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। সকালে সিলেট পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার দেখানো হয়।
রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষেই হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি। এর আগে একই অভিযোগে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির আরেক পুলিশ সদস্য টিটু চন্দ্র দাশকে গ্রেফতার করার পর ৫ দিনের রিমান্ড নেয় পুলিশ।এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দুজনকে। তবে মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভুইয়া এখনো পলাতক।এর আগে রায়হান হত্যাকান্ডে বন্দর বাজার ফাড়ির ইনচার্জসহ ৫জনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।
















