মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এরশাদের আদর্শ মেনে চলার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
সকালে ঢাকার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান। জিয়াউদ্দিন বাবলু বলেন, সাবেক প্রেসিডেন্ট এরশাদ গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। এছাড়া পল্লী চিকিৎসাসহ নানা উন্নয়ন করেছিলেন। সেই ধারা মেনেই কাজ করার অনুরোধ জানানো হয় উপজেলা পর্যায়ের দলীয় নেতা কর্মীদের। এ সময় জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টির ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।