পেঁয়াজ রপ্তানী বন্ধ করে বাংলাদেশকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছে ভারত : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৬১৫ বার পড়া হয়েছে
পেঁয়াজ রপ্তানী বন্ধ করে বাংলাদেশকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি বলেন বাংলাদেশ ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল না হয়ে স্বাবলম্বী হতে শিখছে।
আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজে উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী । দুপুরে সচিবালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা জানান তিনি। পেঁয়াজ রফতানি বন্ধের অন্তত একমাস আগে জানাতে ভারতকে অনুরোধ জানান বলেও উল্লেখ করেন । তিনি আরো বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল হতে হবে। কারন ভারত তাদের মানুষদের পেঁয়াজ না খাইয়ে বাংলাদেশকে খাওয়াবে না।






















