আইপিএলে বড় হারে লজ্জা পেলো কলকাতা নাইট রাইডার্স

- আপডেট সময় : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে–আইপিএলে বড় হারের লজ্জা পেলো কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে হেরেছে মরগানের দল। আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ৮৪ রান তোলে কলকাতা। জবাবে ৩৯ বল হাতে রেখে জয় পায় বিরাট কোহলি’র দল।
আবুধাবীতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। দলীয় ৩২ রানেই ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে তারা। এরপর অধিনায়ক মরগান একপ্রান্ত আগলে রাখলেও, নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা। যদিও ব্যক্তিগত ৩০ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হন ইয়ন মরগান। চার ওভার বল করে ২ মেডেন আর ৮ রান খরচায় ৩ উইকেট নেন ম্যাচ সেরা মোহাম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় বেঙ্গালুরু। দুই ওপেনার দেবদূত ও অ্যারন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে তোলেন ৪৬ রান। তবে ব্যক্তিগত ১৬ রানে ফেরেন ফিঞ্চ। এরপর রান আউটের ফাঁদে ধরা দেন দেবদূত। যদিও অধিনায়ক কোহলি ও গুরকিরাতের দায়িত্বশীল ব্যাটিংয়ে, সহজ জয় পায় বেঙ্গালুরু। গুরকিরাত ২১ রান আর কোহলি অপরাজিত ছিলেন ১৮ রানে।