আলুর দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সরকারের ভুল সিদ্ধান্ত : জিএম কাদের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
 - / ১৫৯৮ বার পড়া হয়েছে
 
আলুর দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
তিনি আরো বলেছেন, দেশের নিত্যপণ্যের বাজারে জলছে আগুন। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। এর কারণে বাজার অস্থিরতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে বলেও জানান তিনি। দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট যাওয়ার পথে রংপুরের পল্লী নিবাসে দলটির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সংসদ সদস্য সাদ এরশাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
																			
																		














