আদর্শ আছে বলেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আদর্শ আছে বলেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামনে ব্যর্থতার কোন আশংকা নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এ কথা বলেন তিনি। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রশিদসহ অনেকে। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিতা আব্দুর রউফ চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠানে দোয়া করা হয়।