দেশের চায়ের তৃতীয় নিলাম বাজার পঞ্চগড়ে স্থাপনের আশ্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
দেশের চায়ের তৃতীয় নিলাম বাজার- পঞ্চগড়ে স্থাপনের আশ্বাস দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম।
দুপুরে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা চাষী ও কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় এই আশ্বাস ব্যক্ত করেন। এসময় তিনি আরো বলেন, সমতলের চা উৎপাদনে মডেল পঞ্চগড়। তাই এ জেলার চা শিল্পকে আরো এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। তবে উৎপাদিত চায়ের মান ভাল করার বিষয়ে এখনই নজর দিতে হবে। ভাল মানের চা পেতে হলে চা বোর্ডের উদ্ভাবিত বিটি ভেরাইটির চা রোপন করার কথাও জানান তিনি। সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সমাট্রসহ অন্যরা।




















