টাঙ্গাইলের গোপালপুরে এক কলেজ ছাত্রী সংঘবদ্ধ ধর্ষনের শিকার
- আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের গোপালপুরে এক কলেজ ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ বলছে এ ঘটনায় গোপালপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওৎপেতে থাকা কয়েক যুবক মুখ বেধে অপহরণ করে কলেজ ছাত্রীকে । পরে দুর্বৃত্তরা নৌকাযোগে তাকে ধর্ষক শফিকুলের বাড়ি নিয়ে যায়। সেখানে আটকে রেখে শফিকুল ও তার বন্ধু এনামুল, জালাল, খালেক, আলতাব আলী পালাক্রমে রাতভর ধর্ষণ করে। ভোরে তাকে একটি রাস্তার পাশে কোমর পানিতে নামিয়ে দেয়া হয় । অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন নির্যাতিতা ওই কলেজ ছাত্রী ও তার স্বজনরা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মো: কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় যথাযথ আইনী পদক্ষেপ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।















