দেশের সকল উপ-নির্বাচনে অনিয়ম এবং ভোট কারচুপির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনসহ দেশের সকল উপ-নির্বাচনে অনিয়ম এবং ভোট কারচুপির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সকালে উপজেলার হলুদঘর এলাকা থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেখপাড়ায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করে। এছাড়া ঢাকা ও নওগাঁর উপনির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচনেরও দাবী জানান তারা।