সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে করা রিভিশন মামলার পরবর্তী শুনানি আগামী ১০ নভেম্বর
- আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় তার বোন শারমিন শাহরিয়ারের মামলা বাতিল চেয়ে করা রিভিশন মামলার পরবর্তী শুনানি আগামী ১০ নভেম্বর। রিভিশন মামলার বিবাদী পক্ষের আইনজীবীরা সময় চাইলে এই দিন ধার্য করে আদালত।
দুপুরে শুনানির নির্ধারিত দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন। বিচারক উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রিভিশন মামলার পরবর্তী শুনানির তারিখ দেন। আগামী ১০ নভেম্বর মামলার বাদী শারমিন শাহরিয়ারের উপস্থিতিতে পুর্নাঙ্গ শুনানি হবে বলে জানা গেছে। এর আগে গত ৪ অক্টোবর সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহউদ্দিন মামলাটি বেআইনি ও অবৈধ দাবি করে বাতিলের জন্য রিভিশন আবেদন করেছিলেন। গত ৩১শে জুলাই রাতে টেকনাফের বাহারছরা এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে খুন হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।




















