প্রতি বছরের ন্যায় এবারও ১৪টি মন্ডপে অনুদানের নগদ অর্থ প্রদান করেছে কক্সবাজার পৌরসভা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ১৪টি মন্ডপে অনুদানের নগদ অর্থ প্রদান করেছে কক্সবাজার পৌরসভা।
সকালে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় স্ব-স্ব মন্ডপের হিন্দু নেতাদের হাতে টাকা তুলে দেন পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু বিভিন্ন মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ১১টি মন্ডপ এবং তিনটি সংগঠনকে ২০ হাজার করে প্রায় তিন লাখ টাকা নগদ অর্থ প্রদান করেন মেয়র।