খুলনায় পাটকল শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ৯ শ্রমিক ও তিন পুলিশ আহত

- আপডেট সময় : ০৬:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
খুলনায় পাটকল শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ৯ শ্রমিক ও তিন পুলিশ আহত হয়েছে। সরকারি পাটকল চালুর দাবিতে, স্থানীয় আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেটে সম্মিলিত নাগরিক পরিষদ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।আন্দোলনকারীদের মহাসড়ক থেকে তুলে দেয়ার পর প্রতিরোধে নামে শ্রমিকরা। এক পর্যায়ে সংঘর্ষ হয়। শ্রমিকদের ছোঁড়া ইট-পাটকেলের জবাবে লাঠিচার্জ, গুলি ও টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকল রক্ষায়, খুলনার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেইটে মহাসড়ক অবরোধ করে, সম্মিলিত নাগরিক পরিষদ। মহাসড়ক থেকে তাদের উঠিয়ে দেয় পুলিশ। এসময় প্রতিরোধ করতে চাইলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে। ইট-পাটকেল ছোঁড়ার জবাবে, লাঠিচার্জ, গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।
এসময় ৯ জন শ্রমিক ও তিন পুলিশ আহত হয়। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিল গেট থেকে বের হয়ে আসার সময় নাগরিক পরিষদের আহ্বায়কসহ ১৫ নেতা-কর্মি ও শ্রমিককে আটক করে পুলিশ। শান্তিপূর্ণ কর্মসুচিতে হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে ক্ষোভ জানায়, শ্রমিকরা।
এর আগে, নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা অভিযোগ করেন, সবাইকে তুলে দেওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয়।
বিনা উস্কানিতে পুলিশ আন্দোলনকারীদের হামলা ও আটক করেছে বলে জানান, এই নেতা।
এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি, খুলনা মেট্রোপলিটন পুলিশ।